নেইমারের খেলা দেখতে প্যারিসে ব্রুনা
প্রকাশিত : ১২:৪০, ১৪ আগস্ট ২০১৮
গত মৌসুমের চ্যাম্পিয়ন। চলতি মৌসুমেও লিগ ওয়ান অভিযান জয় দিয়েই শুরু করল নেইমারের ক্লাব প্যারিস সাঁ জারমাঁ। প্রথম ম্যাচেই গোল পেলেন নেইমারও। তার খেলা দেখতে গ্যালারিতে ছিলেন তার মডেল বান্ধবী ব্রুনা মাহকিজিন। তার পরনে ছিল নেইমারের ১০ নম্বর জার্সিও। তার সঙ্গে ছিলেন নেইমারের পুত্র দাভি লুকাও।
লিগ ওয়ানের প্রথম ম্যাচে কায়েন-কে ঘরের মাঠে ৩-০ হারাল পিএসজি। নেইমার ছাড়াও গোল করলেন আদ্রিয়ান র্যাবিয়ট এবং টিমোথি উইয়া।
এ দিন ম্যাচে ছিলেন না এদিনসন কাভানি এবং কিলিয়ান এমবাপে। তা সত্ত্বেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি পিএসজির। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান র্যাবিয়ট। এ ক্ষেত্রে তাকে গোলের পাস বাড়িয়েছিলেন অ্যাঙ্খেল দি’মারিয়া। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ৩-০ করেন টিমোথি।
জুভেন্তাস পর্ব চুকিয়ে এ দিন পিএসজি-র জার্সি গায়ে মাঠে নামলেন জানলুইজি বুফন।
সূত্র: আনন্দবাজার
একে//